বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গ্রিসে ঋণদাতাদের শর্তকে না বলার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রিসের অর্থনীতি এখন চরম সংকটাপন্ন। এ অবস্থায় ঋণদাতাদের শর্তে না জড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেঙ্সি সিপরাস। একই সঙ্গে ৫ জুলাইয়ের গণভোটে 'হ্যাঁ' ভোট জয়ী হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে রবিবারের গণভোটে ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যান করে 'না' ভোট দেওয়ার জন্য বলেছেন। তিনি বলেন, ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যানের ঘটনা গ্রিসকে ঋণদাতাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে। আর তাই আপনারা আত্মার গভীর থেকে ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যান করবেন বলে আমি আশা করছি।' এ সময় পার্লামেন্টের সামনে জড়ো হয়ে সিপরাসকে সমর্থন জানান লাখো মানুষ। কোনো হুমকিতে ভয় না পেতেও নাগরিকদের আহ্বান জানান তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন যে, গ্রিসের জনগণ যদি 'না' ভোট দেওয়ার মাধ্যমে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে গ্রিসকে ইউরো অঞ্চল থেকে বের করে দেওয়া হবে। গ্রিসের কাছ থেকে আইএমএফের পাওনা টাকার কিস্তি পরিশোধের সময়সীমা শেষ হয়েছে গতকাল। অন্যদিকে তীব্র ঋণ সংকটে থাকা গ্রিস সোমবার থেকে এক সপ্তাহের জন্য সবগুলো ব্যাংক বন্ধ ঘোষণা করেছে। আগামী ৭ জুলাই পর্যন্ত দেশটির সব ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার বিকাল থেকে দেশটির ব্যাংকগুলোর এটিএম বুথ খোলা রয়েছে। কিন্তু প্রতিদিন ৬০ ইউরোর বেশি টাকা তোলা যাবে না। তবে দেশটিতে অবস্থানরত বিদেশি পর্যটক এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ টাকা তোলার সীমাবদ্ধতার আওতায় আসবে না। বিবিসি, এএফপি

 

সর্বশেষ খবর