শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সিসির বিরুদ্ধে বিদ্রোহের ডাক

১৩ ব্রাদারহুড নেতা নিহত

মিসরে পুলিশের অভিযানে অন্তত ১৩ জন মুসলিম ব্রাদারহুড নেতা নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে দেশব্যাপী 'বিদ্রোহের' ডাক দিয়েছে দলটি। ব্রাদারহুডের এক বিবৃতিতে জেনারেল সিসিকে কসাই আখ্যা দিয়ে বলা হয়েছে, আমাদের নেতাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্রোহে শামিল হতে রাস্তায় নেমে আসুন, আপনাদের দেশকে, নিজেদের ও আপনাদের সন্তানদের রক্ষা করুন।

বুধবার রাজধানী কায়রোর একটি ভবনে হানা দেয় পুলিশ। এ সময় সাবেক সংসদ সদস্য নাসের আল-হাফিসহ অন্তত ১৩ জন নিহত হন বলে ব্রাদারহুডের এক সদস্যের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কয়েকজন পলাতক নেতা সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও গণমাধ্যমের ওপর হামলার ষড়যন্ত্র করতে ওই ভবনে গোপন বৈঠক করছিল। সেখানে তাদের আটক করতে পুলিশ হানা দেয়। নিহতদের মধ্যে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নিহতদের সঠিক সংখ্যা উল্লেখ না করে ওই বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, ৪৩ হাজার মিসরীয় পাউন্ড (প্রায় সোয়া চার লাখ টাকা), বিভিন্ন নথি ও মেমোরি কার্ড উদ্ধার করে। তবে ব্রাদারহুডপন্থি টেলিভিশন চ্যানেল জানায়, নিহতদের প্রথমে একটি বাড়িতে বন্দী করে রাখা হয়। তারপর কোনো অভিযোগ বা জিজ্ঞাসাবাদ ছাড়াই ঠাণ্ডা মাথায় তাদের হত্যা করা হয়। আল-জাজিরা।

সর্বশেষ খবর