শনিবার, ৪ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ব্রিটেনে নিখোঁজ বাংলাদেশি পরিবার আইএসের কাছে

ব্রিটেনে নিখোঁজ বাংলাদেশি পরিবার আইএসের কাছে

ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত ১২ সদস্যের পরিবারটি ইসলামিক স্টেটের (আইএস) কাছে রয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে জঙ্গি সংগঠনটি। পাশাপাশি ওই পরিবারের প্রবীণ দুই সদস্যের একটি ছবিও পাঠিয়েছে আইএস। 

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

গত ১২ মে থেকে নিখোঁজ থাকার পর পরিবারটি সংগঠনটির হাতে বন্দি আছে বলে আগেই গুঞ্জন ছিল। আর জঙ্গি সংগঠনের বিবৃতি ও পাঠানো ছবিতে সেই গুঞ্জন সত্য প্রমাণিত হল।

বিবৃতিতে তাদের অপহরণ কিংবা জোর করে নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতিদাতা বলেন, “আইএস কাউকে বাধ্য করে না। আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করার আহ্বান জানায়।”

পরিবারটির ১২ সদস্য হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবিল কাশেম সাকের (৩১) এবং তার স্ত্রী সাঈদা খানম (২৭); মোহাম্মদ সালেহ হুসাইন (২৬), তার স্ত্রী রশানারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান, যাদের বয়স এক থেকে ১১ বছর।  তারা ব্রিটেনের লুটন শহরের বেড়িপার্ক এলাকায় বসবাস করতেন।

বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর