রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ধসাবেক \'র\' প্রধানের তথ্য

কাশ্মিরী সন্ত্রাসীদের ঘুষ দিত ভারতীয় গোয়েন্দা সংস্থা

কাশ্মিরী সন্ত্রাসীদের ঘুষ দিত ভারতীয় গোয়েন্দা সংস্থা

জম্মু-কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হুরিয়ত কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-পিডিএফের মতো মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের একাংশকে রুপি দিয়ে সাহায্য করেছিল ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। গতকাল এ চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ভারতের গুপ্তচর সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং' বা র-এর সাবেক প্রধান এস এস দৌলত। ভারতের ইংরেজি টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দৌলত বলেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে পাল্লা দিতেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এ ঘুষ দিত। তিনি বলেন, বছরের পর বছর ধরে এ অর্থ সাহায্য করে আসছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। তার মতে কোনো ব্যক্তিকে খুন করার চেয়ে কাউকে রুপি দিয়ে দুর্নীতিতে যুক্ত করাটা অনেক নৈতিক। তার আরও দাবি, সৈয়দ আলী শাহ গিলানির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নেতাদের ভারত সরকার প্রায়ই উড়ান ভাড়া, চিকিৎসা ভাতা ছাড়াও অনেক সুযোগ-সুবিধা দিত। তার আরও দাবি, অটল বিহারি বাজপায়ির সময়কালেই ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলেকে কাশ্মীরে মেডিকেল কলেজের আসন পাইয়ে দিতে গোয়েন্দা ব্যুরো সাহায্য করেছিল। তার মতে, 'ওই সাহায্যের প্রতিদানে অনেক জঙ্গি আত্দসমর্পণ করবে বলে ভাবা হয়েছিল। সালাউদ্দিনের সঙ্গে আমারও পরিচয় ছিল। ও পাকিস্তান ত্যাগ করে ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিল।' তিনি আরও জানিয়েছেন, '৯০-এর দশকে যখন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ প্রচণ্ড রূপ নেয় সে সময়ই এ ঘুষ দেওয়া প্রথা শুরু হয়। ঘুষ থেকে লাখ লাখ রুপির মালিক হয়ে ওঠেন জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী নেতা এবং রাজনৈতিক নেতারা। যদিও কয়েকজনক হুরিয়ত নেতা এ ঘুষ নিতে অস্বীকার করেছিলেন বলেও জানান তিনি।

 

সর্বশেষ খবর