রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'বাংলাদেশে যেন একটি গরুও পাচার হতে না পারে\\\'

সীমান্ত দিয়ে যাতে একটি গরুও বাংলাদেশে যেতে না পারে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে সীমান্তে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার সে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে নামছে বিএসএফ। গরু পাচার ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করতে চলেছে ভারত সরকার। অতি শিগগির এই নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে খবর। এদের কাজ হবে গরু পাচার ঠেকানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে খবর, এ নতুন ব্যবস্থার মাধ্যমে যে করেই হোক মুসলিম অধ্যুষিত এই প্রতিবেশী রাষ্ট্রে গরু পাচার ঠেকাতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। যদিও বিএসএফ ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস পি তিওয়ারী জানিয়েছেন 'এখন পর্যন্ত আমাদের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনো নির্দেশ এসে পৌঁছেয়নি।' তিনি বলেন, গরু পাচার রোধসহ যে কোনো নাশকতা ঠেকাতে এমনিতেই সীমান্তে বিএসএফ মোতায়েন থাকে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে ২০ লাখ গরু পাচার হয়ে বাংলাদেশে যায়। এ বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৩৮ কোটি রুপি, যা ভারতের কোষাগারে আসে না। স্বাভাবিকভাবেই গরু পাচার থামাতে চাইছে মোদির সরকার।

 

সর্বশেষ খবর