রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সোলার বিমানের মহাসাগর পাড়ি

অবশেষে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস প্রশান্ত মহাসাগর পাড়ি দিল। এর মাধ্যমে এই প্রথম সৌরশক্তিচালিত কোনো বিমান এই রেকর্ড গড়ল। ৭ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে এটি। তবে পৃথিবী পরিক্রমা শেষ করতে বিমানটিকে আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে। এদিকে উড্ডয়নের পর থেকে ১১৮ ঘণ্টার যাত্রাপথ শেষে হাওয়াইয়ে শুক্রবার বিমানটি সেখানে অবতরণ করে। এককভাবে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আন্দ্রে বোর্শবার্গ। তিনি বলেন, বিমানটি চালিয়ে তিনি খুবই আনন্দিত, কারণ এটি তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এএফপি।

 

সর্বশেষ খবর