সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গ্রীসের গণভোটে \\\'না\\\' ভোট জয়ী

গ্রীসের গণভোটে \\\'না\\\' ভোট জয়ী

আন্তর্জাতিক ঋণদাতাদের কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার ব্যাপারে গণভোটে নিজেদের অসম্মতি ব্যক্ত করেছে গ্রিসের জনগণ। অাইএমএফসহ দাতাদের কঠিন শর্তযুক্ত নতুন বেইলঅাউট পরিকল্পনা প্রত্যাখান করেছে তারা। গতকাল অনুষ্ঠিত গণভোটের প্রাথমিক ফলাফলে এমনই আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে সরকারি দলের আহ্বানের প্রতি ইতিবাচক সাড়া মিলেছে। কারণ গ্রিস প্রধানমন্ত্রী আলেক্সি সিপ্রেসিস 'না' ভোট দেওয়ার জন্য তার জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। খবর বিবিসির

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, গণভোটে ৬১ শতাংশ মানুষ বেইলঅাউট পরিকল্পনার প্রতি নিজেদের ‘না’ মনোভাব ব্যক্ত করেছে। আর মাত্র ৩৯ শতাংশ ভোট পড়েছে পরিকল্পনারটির পক্ষে।

এদিকে, প্রাথমিক ফলাফল প্রকাশের পরপরই 'না' শিবিরের লোকেরা জয় উদযাপনে পার্লামেন্ট ভবনের সামনে সিনদাগমা স্কয়ারে জড়ো হয়। তারা সেখানে তাদের জয়োল্লাস প্রকাশ করেন।

ফলাফল প্রকাশিত হওয়ার পর গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাস বলেন, 'গ্রিসের জনগণ ইউরোপের ঐক্য ও গণতন্ত্র বজায় রাখার পক্ষেই ভোট দিয়েছেন।' টেলিভিশনে ভাষণে তিনি বলেন, 'আগামীকাল আমরা আলোচনার টেবিলে পুনরায় ফিরতে যাচ্ছি এবং আমাদের প্রাথমিক অগ্রাধিকার হচ্ছে দেশে অর্থনৈতিক স্থিতিশিলতা আনয়ন।'

বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ

সর্বশেষ খবর