সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মাতৃপরিচয় অগ্রাধিকার পাবে: ভারতীয় সুপ্রীম কোর্ট

মাতৃপরিচয় অগ্রাধিকার পাবে: ভারতীয় সুপ্রীম কোর্ট

পিতৃপরিচয় একেবারেই বাধ্যতামূলক নয়। এমনকি পাসপোর্টের ক্ষেত্রেও নয়। অবিবাহিতা মায়েরা সন্তানের অভিভাবকের মর্যাদা পাবেন। তার জন্য তাকে কোনভাবেই সন্তানের পিতৃপরিচয় কোথাও জানাতে হবে না।

সোমবার ভারতীয় সুপ্রীম কোর্টের বিচারক জাস্টিস বিক্রমজিত্‍‌ সেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, মা যদি তার সন্তানের পিতৃপরিচয় কোথাও দিতে না চান, তার জন্যে বাবার কোন অনুমতির প্রয়োজনও পড়বে না। সুপ্রীম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে কোন পরিস্থিতিতেই সন্তানের মঙ্গলই অগ্রাধিকার পাওয়া উচিত। সেক্ষেত্রে যদি কোন মা তার সন্তানের পিতৃপরিচয় জানাতে অনিচ্ছুক হন, তাহলে কোন আদালতই বাবার নাম জানানোর জন্যে তার উপর চাপ সৃষ্টি করতে পারবে না।

বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর