বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সুযোগ শেষ হচ্ছে গ্রিসের

ইউরোজোনে রাখতে চায় ফ্রান্স

সুযোগ শেষ হচ্ছে গ্রিসের

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, তিনি চান গ্রিস ইউরোজোনে থাকুক। আর এটা করতে তার দেশ সব রকম চেষ্টাই করবে। কারণ ইউরোপের পক্ষে গ্রিসের বেরিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া সম্ভব নয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইয়ুংকারও একই মনোভাব প্রকাশ করেছেন। এদিকে বেইল আউটের (আর্থিক পুনরুদ্ধার সহায়তা) জন্য দাতাদের দেওয়া কঠোর ব্যয় সংকোচনের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর গতকাল ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠকে বসেছেন ইউরোজোনের নেতারা। সেই বৈঠকে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের ইউরোজোনের জরুরি বৈঠকে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করার কথা। এই বৈঠকে সিপ্রাসের নতুন প্রস্তাবটিকে একক মুদ্রা ইউরোতে টিকে থাকার ক্ষেত্রে গ্রিসের শেষ সুযোগ বলে বিবেচনা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি জানিয়েছে, পরিকল্পিত নতুন প্রস্তাবনায় গ্রিসের ঋণ ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস করার দাবি জানানো হবে বলে জানা গেছে। ঋণদাতাদের অনেকগুলো শর্ত মেনে নেওয়ার জন্য সিপ্রাস প্রস্তুত হয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোজোনের সঙ্গে গ্রিসের এসব দেনদরবারে নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলেও ধারণা করা হচ্ছে। সোমবার পদত্যাগকারী বাগ্মি সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিসের স্থলাভিষিক্ত হয়েছেন ইউক্লিড। ৩২৩ বিলিয়ন ইউরো ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা গ্রিসকে 'সিরিয়াস' প্রস্তাব দিতে বলেছে ইউরোজোনের প্রধান দুই অংশীদার জার্মানি ও ফ্রান্স। এএফপি, বিবিসি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর