বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

তামাকের কারণে বিশ্বে ছয় সেকেন্ডে একজনের মৃত্যু!

তামাকের কারণে বিশ্বে ছয় সেকেন্ডে একজনের মৃত্যু!

বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে শুধু ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবনে একজনের মৃত্যু হয়। বছরে এ সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যায়। এখনই তামাকজাত দ্রব্য সেবন বন্ধ করার উদ্যোগ না নিলে ২০৩০ সাল নাগাদ বছরে মৃত্যুর হার আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৈশ্বিক তামাক মহামারি-২০১৫' শীর্ষক এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেয় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি। এতে বিশ্বব্যাপী সরকারগুলোর প্রতি জীবন বাঁচাতে ও আরও শক্তিশালী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিগারেটসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর আরও বেশি কঠোর আইন করার পরামর্শ দেওয়া হয়। এ জন্য আরও বেশি পরিমাণ করারোপের আহ্বান জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, জনগণকে ধূমপান থেকে দূরে রাখতে এ পর্যন্ত মাত্র গুটিকয়েক সরকার তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর বেশি পরিমাণ করারোপ করতে পেরেছে। তাদের এ উদ্যোগ সফলও হয়েছে। এ সময় সিগারেটসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর মূল দামের ৭৫ শতাংশ পর্যন্ত কর আরোপের আহ্বান জানানো হয়। ওই প্রতিবেদনে ডব্লিউএইচও'র হোসচিব মার্গারেট চ্যান বলেন, সারা বিশ্বে বর্তমানে প্রায় ১০০ কোটি মানুষ ধূমপানে আসক্ত। এএফপি।

 

সর্বশেষ খবর