বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বোমাতঙ্কে দিল্লিতে বিমানের জরুরি অবতরণ

বোমাতঙ্কের জেরে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল তুরস্কের একটি বিমান। ব্যাংকক থেকে ইস্তাম্বুল যাচ্ছিল তুরস্কের ওই বিমানটি। কিন্তু বিমানের শৌচাগারের মধ্যে থাকা আয়নার ওপর লিপস্টিক দিয়ে লেখা ছিল 'কার্গোতে বোমা আছে'। এর পরই বেজে ওঠে বিপদঘণ্টা।

বিমানটির পাইলটও ভারতের নাগপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারস (এটিসি)-তে যোগাযোগ করে বোমাতঙ্কের বার্তা পাঠায়। এটিসির নির্দেশে এরপর গতকাল দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তারপর নিয়ে যাওয়া হয় একটি আলাদা জায়গায়। নিরাপদে নামিয়ে আনা হয় বিমানের ১৪৮ জন যাত্রীকে। শুরু হয় তল্লাশি, যদিও বিমানটির ভিতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। কলকাতা প্রতিনিধি।

 

সর্বশেষ খবর