মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়েছে, জায়াপুরা প্রদেশের রাজধানী থেকে আড়াইশ কিলোমিটার পশ্চিমে সোমবার স্থানীয় সময় সকাল পৌঁনে ৭টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের মুখপাত্র সুতোপো পার্বো নাগরোহো বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূকম্পনের ফলে লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে সুতোপো জানান, ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে পৌঁছা খুব কঠিন। সেজন্য প্রকৃত অবস্থা জানতে সময় লাগবে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর