মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

লেক চাদে বোকো হারাম-সেনা সংঘর্ষে নিহত ১৬

লেক চাদে বোকো হারাম-সেনা সংঘর্ষে নিহত ১৬

আফ্রিকার দেশ লেক চাদে নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন বোকো হারাম ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই সন্দেহভাজন বোকো হারামের সদস্য। অপর এক ঘটনায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে।

চাদের নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর দিয়েছে। এছাড়া বোকো হারামের সদস্যরা অন্তত ৩০ জন লোককে অপহরণ করেছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

চাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বোকো হারামের সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে এসে মেদি এলাকায় হামলা চালায়। এরপর সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। এতে বোকো হারামের ১৩ সদস্য নিহত হয়। এ সময় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়। একইদিন ব্লারিগি গ্রামে সন্দেহভাজন বোকো হারামের সদস্যরা তিনজন লোককে হত্যা করে বলে জানায় সেনাবাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা জানান, বোকো হারামের যোদ্ধারা ৩০ জন লোককে অপহরণ করেছে। স্পিডবোটে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর