বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মালয়েশিয়ায় উপ-প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

মালয়েশিয়ায় অব্যাহত আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল নিয়ে প্রধানমন্ত্রী রাজাকের সমালোচনা করেছিলেন মুহিউদ্দিন। অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইলকেও বরখাস্ত করা হয়েছে।

তিনি রাজাকের বিরুদ্ধে ওঠা ওই আর্থিক কেলেংকারির তদন্ত করছিলেন। এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

নাজিব রাজাকের বিরুদ্ধে উপ-প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ান এমডিবি) থেকে ৭০ কোটি মার্কিন ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী। বিবিসি।

সর্বশেষ খবর