বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা
কালামের প্রতি শ্রদ্ধা

প্রথমে রাষ্ট্ররত্ন পরে রাষ্ট্রপতি : মোদি

প্রথমে রাষ্ট্ররত্ন পরে রাষ্ট্রপতি : মোদি

দিল্লিতে গতকাল ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালামের মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -এএফপি

"শিলং যাচ্ছি। আইআইএম-এ 'ক্রিয়েটিং আ লিভেবেল প্ল্যানেট আর্থ' বিষয়ে আলোচনা করতে"- টুইটারে এটাই তার শেষ বার্তা। সোমবার বেলা ঠিক সাড়ে ১১টায় এ বার্তা তিনি লিখেছিলেন। দিল্লি থেকে এরপরই গৌহাটি হয়ে শিলংয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। এর প্রায় ২৪ ঘণ্টা পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেই শিলং থেকে ভায়া গৌহাটি হয়ে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছল তার মরদেহ। দুপুর তখন সোয়া ১২টা। সোমবার 'ক্রিয়েটিং আ লিভেবেল প্ল্যানেট আর্থ' বিষয়ে আলোচনা শুরু করতেই মঞ্চের ওপর ঢলে পড়ে যান কালাম।

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। নয়াদিল্লির পালামে তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, দিল্লির উপরাজ্যপাল নজিব জঙ্গ ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। বিমানবন্দর চত্বরে রাষ্ট্রীয় তিন বাহিনীর তরফে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় সাবেক রাষ্ট্রপতিকে। এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী টুইট করে সাবেক রাষ্ট্রপতির প্রতি প্রদ্ধা জানান। তিনি লেখেন- 'কালাম প্রথমে রাষ্ট্ররত্ন, তারপর রাষ্ট্রপতি।' দুপুর পৌনে ১টা নাগাদ বিমানবন্দরে পৌঁছন মোদি। শ্রদ্ধা জানান কালামের মরদেহের প্রতি। এর কিছু পরই পৌঁছন রাষ্ট্রপতি। একে একে সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান তারা। বিমানবন্দর থেকে কালামের দেহ নিয়ে যাওয়া হয় তার ১০ রাজাজি মার্গের বাড়িতে। সাত বছর ধরে সেখানেই থাকতেন তিনি। পালাম থেকে রাজাজি মার্গ- পথের ধারে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিল স্কুল-কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী। ছিল প্রচুর সাধারণ মানুষও।

 

সর্বশেষ খবর