বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

তালেবানের নতুন প্রধান মোল্লা আখতার

তালেবানের নতুন প্রধান মোল্লা আখতার

জঙ্গি সংগঠন তালেবানের প্রধান মোল্লা ওমরের মৃত্যুর পর তার সহকারী মোল্লা আখতার মোহাম্মাদ মানসুরকে দলনেতা নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে মানসুরের ডেপুটি হিসেবে হক্কানি গ্রুপের নেতা সিরাজ হক্কানিকে নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার অজ্ঞাত দুই তালেবান কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এর আগে সোমবার আফগান সরকার মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বলা হয়, দুই বছরের বেশি আগে পাকিস্তানের করাচির একটি হাসপাতালে মৃত্যু হয় ওমরের। ওই ঘোষণার পর বুধবার রাতে তালেবান প্রতিনিধিরা (শূরা সদস্য) তাদের নেতা নির্বাচন করে।

রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, প্রতিনিধিদের বেশিরভাগই পাকিস্তানের কুয়েত্তাভিত্তিক। কুয়েত্তার বাইরে শূরা সদস্যদের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে মানসুরকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। বিষয়টি পরে আনু্ষ্ঠানিকভাবে জানানো হবে বলেও ওই সূত্র জানায়।

বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর