শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পরমাণু সমঝোতা বিশ্বের সমস্যা সমাধানে ভালো দৃষ্টান্ত : মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকট নিরসনে ইরানের ভূমিকাকে অত্যন্ত গঠনমূলক ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা এবং সিরিয়া সমস্যা সমাধানে তেহরানের গঠনমূলক ভূমিকার ব্যাপারে বলেন, এ অঞ্চলে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরমাণু সমঝোতাকে স্বাগত জানিয়ে একে সারা বিশ্বের সমস্যা সমাধানের জন্য ভালো দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। বান কি মুন পরমাণু সমঝোতার পর বর্তমান রাজনৈতিক পরিবেশে দ্বন্দ্ব-সংঘাত ও সহিংসতা অবসানের জন্য বিশ্বের দেশগুলোর ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, পরমাণু নিয়ে বিতর্কের অবসানের পর সিরিয়াসহ আঞ্চলিক নানা সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখা উচিত। ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে শান্তিপূর্ণ পরমাণু অধিকার বজায় রাখতে সক্ষম হয়েছে এবং বহু দরকষাকষির পর শেষ পর্যন্ত দুই পক্ষই সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দীর্ঘ আলোচনায় এটাই প্রমাণিত হয়েছে ইরান বর্তমান জটিল বিশ্ব পরিস্থিতিতে খুব ভালো খেলোড়। দীর্ঘ পরমাণু আলোচনায় ইরান এটাও প্রমাণ করেছে তারা সারা বিশ্বের জন্য হুমকি নয় বরং রাজনৈতিক সহযোগী। তিনি আরও বলেন, গত কয়েক বছরে ইরানের শত্রুরা ইরানকে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে আসছিল। এএফপি।

 

সর্বশেষ খবর