শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

২০২২ সালে বিশ্বের জনবহুল দেশ ভারত!

২০২২ সালের মধ্যে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত। বুধবার প্রকাশিত জাতিসংঘের এক সমীক্ষায় এমন কথাই বলা হয়েছে। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৩১ কোটি আর চীনের জনসংখ্যা আনুমানিক ১৩৮ কোটি বলে জানিয়েছে জাতিসংঘ। সমীক্ষায় বলা হয়েছে, ২০২২ সালের পরও ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে এবং ২০৩০ সালের মধ্যে তা দেড়শ কোটিতে পৌঁছে যাবে আর ২০৫০ সালের মধ্যে তা ১৭০ কোটিতে দাঁড়াবে। অন্যদিকে, ২০৩০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা কম-বেশি প্রায় একই থাকবে, এর পর থেকেই কমতে থাকবে। এতে আরও বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে নাইজেরিয়ার জনসংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। নাইজেরিয়ার বর্তমান জনসংখ্যা ১৮ কোটি ২০ লাখ। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ২৬ কোটি ২০ লাখে পরিণত হবে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে। এএফপি।

 

সর্বশেষ খবর