শিরোনাম
শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

জাপানের ওপরও নজরদারি যুক্তরাষ্ট্রের!

জাপানের ওপরও নজরদারি যুক্তরাষ্ট্রের!

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিসভার সদস্যদের ফোনে আড়ি পেতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মন্ত্রী, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ উপদেষ্টাসহ অন্তত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নজরদারি চালিয়েছে। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দিয়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গতকাল এ তথ্য জানিয়েছে। এর আগে ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির মতো মিত্রদের ওপরও এনএসএ নজরদারি চালিয়েছে বলে নথি ফাঁস করেছিল উইকিলিকস।

আমেরিকার গোয়েন্দা তৎপরতার শিকার হয়েছে জাপানের এমন ৩৫টি কোম্পানি ও ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে উইকিলিকস। উইকিলিকস বলেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা অন্তত এক বছর জাপানের বিরুদ্ধে এ গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। অবশ্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন এ গোয়েন্দা তৎপরতার শিকার হয়েছেন কিনা তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। নজরদারির তালিকায় ছিলেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব জোশিহিদে সুগা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হারুহিকো কুরোদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোশি মিয়াজাওয়া। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অন্তত একজন কর্মকর্তার বাড়ির টেলিফোনেও আড়ি পেতেছিল এনএসএ। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন টেলিফোনে, মিৎসুবিশির প্রাকৃতিক গ্যাস বিভাগ ও মিৎসুইয়ের পেট্রোলিয়াম বিভাগেও আড়ি পেতেছিল এনএসএ। প্রসঙ্গত, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠতম মিত্র। প্রতিরক্ষা, অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে মাঝে মাঝেই শলা-পরামর্শ করে টোকিও এবং ওয়াশিংটন। উইকিলিকসের ফাঁস হয়ে যাওয়া তথ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে টোকিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবিসি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর