শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মেমনের ফাঁসি নিয়ে মন্তব্য করে অস্বস্তিতে ত্রিপুরার রাজ্যপাল

১৯৯৩ সালে মুম্বাই সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের দাফন যাত্রায় অংশগ্রহণকারীদের অনেকেই সন্ত্রাসী হতে পারে, এদের সবার ওপরই নজর রাখা উচিত। সামাজিক মাধ্যমে টুইট করে এ মন্তব্য করে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার টুইট করে তিনি জানান, 'ইয়াকুব মেমনের যাত্রায় যারা অংশ নিয়েছিলেন তাদের ওপর নজর রাখুক গোয়েন্দারা।' বৃহস্পতিবার মেমনের ফাঁসি কার্যকর হওয়ার পর রাজ্যপালের ওই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তিনি বলেন, 'আমার সাংবিধানিক দায়িত্ব হলো, জনস্বার্থে এ বিষয়টি প্রকাশ্যে আনা। আমার রাজ্যপাল পদের এখতিয়ার এতে লঙ্ঘিত হয় না।' পরে তথাগত নিজের মুখেই সংবাদমাধ্যমকে জানান, 'আমি টুইট করেছিলাম যে, ইয়াকুবের মৃতদেহের সামনে যারা জড়ো হয়েছিল তাদের ওপর গোয়েন্দা দফতরের নজর রাখা উচিত। কারণ এদের অনেকেই ভবিষ্যতে সন্ত্রাসী হতে পারে। এর মধ্যে কোনো বিশেষ সম্প্রদায়ের কথা বলা হয়নি। এখন আমার মুখে নানা রকম কথা বসিয়ে, আমার বক্তব্য বিকৃত করে, টুইটারে গালাগালি দিয়ে আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে- সেক্ষেত্রে আমি কী করব'। এদিকে ইয়াকুব মেমনকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতকে হুমকি দিয়েছে তার সহযোগী পলাতক ছোটা শাকিল। এক ক্রুদ্ধ প্রতিক্রিয়ায় শাকিল জানিয়েছেন, ইয়াকুবের ফাঁসি দেওয়ার ফল ভারতকে পেতেই হবে। ফাঁসির পর এক সাক্ষাৎকারে এ হুমকি দেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ও মুম্বাই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত ছোটা শাকিল।

সর্বশেষ খবর