শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ইয়াকুবের স্ত্রীকে সংসদ সদস্য করার দাবি, বরখাস্ত এসপি নেতা

ইয়াকুবের স্ত্রীকে সংসদ সদস্য করার দাবি, বরখাস্ত এসপি নেতা

ফারুক ঘোশি ও ইয়াকুবের স্ত্রী রাহিন

১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসিপ্রাপ্ত ইয়াকুব মেননের স্ত্রী রাহিনের জন্য ভারতীয় পার্লামেন্টের অাসন দাবি করেছিলেন সমাজবাদী পার্টির এক নেতা। মুলায়েম সিং যাদবের এই দলটির মহরাষ্ট্র ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক ঘোশি এই দাবি জানিয়েছিলেন। স্বয়ং দলটির প্রধান যাদব বরাবর এক চিঠিতে ইয়াকুব মেননের ফাঁসির একদিন পর তিনি তার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন। আর এমন বিতর্কিত দাবি করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত তাকে দলের পদ খোয়াতে হলো। সমাজবাদী পার্টি আজ শনিবার ঘোশির বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়। খবর ইন্ডিয়া টুডে'র

গত ৩০ জুলাই ৫৪তম জন্মদিনে ইয়াকুব মেননকে নাগপুরের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় তিনিই ছিলেন একমাত্র সাজাপ্রাপ্ত আসামি। এই ঘটনায় ২৫৭ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিল আরো সাতশ'র বেশি ব্যক্তি।

১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় ইয়াকুবের পাশাপাশি তার স্ত্রী রাহিনকেও গ্রেফতার করা হয়েছিল। বিনাবিচারে কয়েক বছর জেলও খেটেছিলেন রাহিন। সংশ্লিষ্ট আদালতের রায়ে এক সময় মুক্তি পান তিনি। অার এই প্রক্রিয়ায় রাহিনকে বেশ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল জানিয়ে চিঠিতে ওই দাবি করেছিলেন ঘোশি। যাতে করে ভারতে রাহিনের মতো অারো যারা আছেন তাদের জন্য পার্লামেন্টে কথা বলতে পারেন তিনি।

গত শুক্রবার ৩১ জুলাই দলীয় প্রধানের কাছে ওই চিঠিতে ঘোশি লিখেছিলেন, 'অাপনি [মুলায়েম সিং যাদব] হচ্ছেন আমাদের নেতা এবং সবসময় গরিব ও অসহায় মানুষকে সহায়তা করেছেন। আজ অামি দেখছি যে দেশের অন্যান্য মুসলমানদের মতো রাহিনও অসহায়। তাকে পার্লামেন্টের সংসদ সদস্য করে এমন লোকদের জন্য কণ্ঠস্বর দেয়ার চেষ্টা করা উচিত।'

বিডি-প্রতিদিন/১ অাগস্ট ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর