রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

তালেবান নেতা নির্বাচন নিয়ে বিভক্তি

তালেবান নেতা নির্বাচন নিয়ে বিভক্তি

মোল্লা মনসুর

আফগান তালেবানের নেতা হিসেবে মোল্লা আখতার মনসুরের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। তালেবানের সর্বোচ্চ পরিষদ 'শূরা'র পক্ষ থেকে বলা হয়েছে, আখতার মনসুরের নিয়োগের আগে এ পরিষদের সঙ্গে তালেবান কোনো পরামর্শ করেনি। এক্ষেত্রে নতুন নেতা হিসেবে অন্য কারও নাম ভাবা হচ্ছে। বৃহস্পতিবার মোল্লা মনসুরকে তালেবানের নেতা নিয়োগ দেওয়া হয় তবে শুক্রবার তাকে আমির হিসেবে ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে তালেবানের অন্যতম মুখপাত্র মোল্লা আবদুল মান্নান নিয়াজি আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে বলেন, তালেবানের সবাই মোল্লা মনসুরকে নিয়োগ দেননি। এ প্রক্রিয়া শরিয়া বিরোধী। তিনি জানান, শূরা কাউন্সিল এখন নতুন নেতা নির্বাচিত করবে। কারণ যারা মনসুরকে নিয়োগ দিয়েছেন তারা নিয়ম মানেননি। তিনি বলেন, ইসলামি আইন ও নীতি অনুসারে যখন কোনো নেতা ইন্তেকাল করেন তখন শূরার বৈঠক ডেকে নতুন নেতা নিয়োগ দিতে হয়। এদিকে তালেবানের সাবেক প্রধান সেনা কমান্ডার মোল্লা জাকির দলটির প্রধান নেতা হিসেবে মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে সমর্থন দিয়েছিলেন। তালেবানের নিয়ন্ত্রণ নিয়ে মোল্লা ইয়াকুব ও মোল্লা মনসুরের মধ্যে বিরোধ রয়েছে। এদিকে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। আল জাজিরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর