রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আট বছরে ক্লিনটন দম্পতির আয় ১৪ কোটি ডলার

আট বছরে ক্লিনটন দম্পতির আয় ১৪ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত ৮ বছরে প্রায় ১৪ কোটি মার্কিন ডলার আয় করেছেন। শুক্রবার হিলারির প্রকাশ করা আয়কর প্রদানের বিবরণ থেকে এ তথ্য পাওয়া গেছে। সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি জানিয়েছেন, ২০০৭-১৪ সাল পর্যন্ত তিনি ও তার স্বামী মিলে ৪ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৩১০ ডলার আয়কর পরিশোধ করেছেন। এছাড়া দাতব্য কাজে ব্যয় করেছেন ১ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৪৫০ ডলার। তারা কেন্দ্রীয়ভাবে আয়ের ৩৫ দশমিক ৭ শতাংশ কর পরিশোধ করেছেন। স্থানীয় কর যোগ করলে তা বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৮ শতাংশে। এ সময়ে উভয়ের করযোগ্য আয়ের পরিমাণ ছিল প্রায় ১১ কোটি ১০ লাখ ডলার। আর মোট আয়ের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী হিসেবে নিজের আয়ের বিবরণী জনসম্মুখে তুলে ধরলেন হিলারি। ২০১৩ সালে ক্লিনটন দম্পতি বক্তৃতা দিয়েই আয় করেন প্রায় ২ কোটি ২২ লাখ ডলার। এর মধ্যে হিলারির আয় ছিল প্রায় ৯১ লাখ ডলার। বক্তৃতা প্রতি হিলারি নিয়ে থাকেন ২ লাখ ২৫ হাজার ডলার। অপরদিকে ক্লিনটন নেন ১ লাখ ২৫ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার। আল জাজিরা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর