মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এখনো উত্তাল লোকসভা

২৭ কংগ্রেস এমপি পাঁচ দিন সাসপেন্ড

এখনো উত্তাল লোকসভা

উত্তাল ভারতের সংসদ। এ অবস্থায় ২৭ জন কংগ্রেস সংসদ সদস্যকে পাঁচ দিনের জন্য সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এত জন সাংসদকে একসঙ্গে সাসপেন্ড করার নজির সংসদের ইতিহাসে খুবই কম আছে বলে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন । সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় পশ্চিমবঙ্গের দুই সদস্যও আছেন। এরমধ্যে প্রথম জন রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এবং দ্বিতীয় জন আবু হাসেম খান চৌধুরী। এদিকে সর্বদলীয় বৈঠকেও ভারতের সংসদের অচলাবস্থা কাটার কোনো লক্ষণ দেখা যায়নি গতকালও। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংসদের অচলাবস্থা কাটাতে গতকাল সর্বদলীয় বৈঠক ডাকে নরেন্দ মোদির সরকার। বৈঠকে বিজেপি, কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেস (টিএমসি), বিজু জনতা দল (বিজেডি), সমাজবাদী পার্টি (এসপি), জনতা দল ইউনাইটেড (জেডিইউ), দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে), সিপিআইএমসহ অন্যান্য বাম দলগুলির সাংসদরাও উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর