মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভারত ও নাগা বিদ্রোহীদের মধ্যে ঐতিহাসিক চুক্তি

উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর ইসাক-মুইভাহ গ্রুপের সঙ্গে শান্তি চুক্তি হলো ভারত সরকারের। এর মধ্য দিয়ে ছয় দশকের রক্তপাতের অবসানের পথ উন্মোচিত হলো। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসসিএন (আই-এম)-এর প্রধান থুইংগালাং মুইভার উপস্থিতিতে শান্তি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রেসকোর্স রোডের ৭ নম্বর বাড়িতে চুক্তিটি সই হয়। টাইমস অব ইন্ডিয়া
 

সর্বশেষ খবর