মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৩

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৩

জুম্মু ও কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দু'জন পাকিস্তানি এবং একজন পাকিস্তানের বেসামরিক নাগরিক। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

পাকিস্তানী সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে একজনের বয়স খুব কম। আইএসপিআর প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতি রেডিও পাকিস্তানে প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেছে ডন।

বিনা উস্কানিতে বিএসএফ সুখাইয়াল গ্রামে গুলি চালায় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এতে নারী ও পুরুষসহ আরও অন্তত ১৪ আহত হয়েছেন।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, জম্মু ও কাশ্মীরের পার্গাল সেক্টরে পাকিস্তানী রেঞ্জার্সের সদস্যরা গুলি চালালে এক বেসামরিক লোক নিহত হয়। বিএসএফ এর যথাযথ জবাব দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর