শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন না সু চি

নির্বাচনী প্রচারে যাচ্ছেন রাখাইন প্রদেশ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন না সু চি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধদের ব্যাপক নির্যাতনের তিন বছর পর সেখানে সফরে গেলেন দেশটির বিরোধীদলীয় নেতা অং সান সু চি। ২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণার জন্যই সু চি প্রদেশটিতে সফরে যাচ্ছেন বলে বিবিসি জানিয়েছে। ২০১২ সালে এই প্রদেশেই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক মানুষ প্রাণ হারান, বাস্তুচ্যুত হন লাখো মানুষ। অভিযোগ আছে ওই ভয়াবহ দাঙ্গার ব্যাপারে সু চি তেমন কোনো ভ‚মিকা গ্রহণ করেননি, রোহিঙ্গাদের নিয়েও কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতা ব্যাপক সমালোচিত হয়। ওই দাঙ্গায় নিহতদের প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম। ওই ঘটনার পর রাখাইন প্রদেশে এক লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম তাঁবু খাটিয়ে শিবিরে বাস করছেন। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না দেশটির সরকার। কিন্তু তার ওই সফরে তিনি কোনো রোহিঙ্গার সঙ্গে দেখা করবেন না এমন কী তাদের কোনো বক্তব্যও শুনবেন না। আর এর কারণ সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ স¤প্রদায়ের প্রতি তার পক্ষপাতিত্ব। মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের সঙ্গে দেশটির ৮টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর অস্ত্রবিরতি চুক্তি সই হওয়ার একদিন পর রাখাইন প্রদেশ সফরে গলেন সু চি। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর