শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচি সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের ক্রমবর্ধমান পরমাণু বোমা তৈরির কর্মসূচি সীমিত করার জন্য দেশটির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওয়াশিংটন সফর হওয়ার কথা। তার আগে এ নিয়ে আলোচনায় বসবে দুই দেশের কর্মকর্তারা। একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল  এ খবর দিয়েছে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করছেন। দেশটিকে ঘিরে ব্যাপক অস্থিরতা এবং প্রতিবেশী ভারতের সঙ্গে তীব্র প্রতিন্দ্বীদ্বতার কারণে এ কর্মসূচিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান এবং ভারত উভয় দেশের অস্ত্র ভাণ্ডারে ১০০-এর বেশি পরমাণু বোমা মজুদ রয়েছে। দ্য ডন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর