শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

হাতির কেন ক্যান্সার হয় না

নিজস্ব প্রতিবেদক

হাতি বিশাল এক প্রাণী। বনে বাদারে ঘুরে বেরায়। কিন্তু সব প্রাণীর জন্য ঘাতক ক্যান্সার এই প্রাণীটির টিকিটিও ছুঁতে পারে না। বিজ্ঞানীরা বলছেন হাতির কেন ক্যান্সার হয় না, এটি তারা আবিষ্কার করতে পেরেছেন। তাদের তথ্যানুযায়ী হাতির বিশাল দেহে থাকা বাড়তি জিনের কারণেই প্রাণঘাতী রোগটি টিকিটিও ছুঁতে পারে না হাতির। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি মার্কিন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে পি-৫৩ নামের একটি বাড়তি জিনের কারণেই হাতির শরীরে ক্যান্সার দানা বাঁধতে পারে না। মানুষের শরীরে যে পরিমাণে এ ধরনের জিন থাকে তার চেয়ে হাতির শরীরে এর সংখ্যা দ্বিগুণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর