শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সংম্মেপে

নিজস্ব প্রতিবেদক

শরণার্থী মোকাবিলায়

ইউরোপের শরণার্থী সংকট মোকাবিলায় তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর এক সম্মেলনে গতকাল এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ইইউর নেতারা তুর্কিদের জন্য ইউরোপের দেশগুলোতে ভিসা সহজ করার সম্ভাব্যতা যাচাই ও তুরস্কের ইইউতে যোগদানের ব্যাপারে আলোচনা করবেন বলে একমত হয়েছেন। বিবিসি।

ড্রোন ভ‚পাতিত করেছে তুরস্ক

তুরস্ক তার আকাশসীমায় ঢোকায় একটি চালক বিহীন বিমানকে (ড্রোন) গুলি করে ভ‚পাতিত করেছে। তবে ড্রোনটি কোন দেশের ছিল সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, তিন বার সতর্ক করার পরও অচেনা একটি এয়ারক্র্যাফ্ট তাদের আকাশসীমায় প্রবেশ করায় সেটিকে গুলি করে ভ‚পাতিত করা হয়েছে। স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়, তুরস্কের আকাশসীমার ৩ কিলোমিটারের মধ্যে ওই ডোনটিকে ভ‚পতিত করা হয়। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর