বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কানাডার হবু প্রধানমন্ত্রীর আইএস বিরোধী অভিযানে ‘না’

কানাডার হবু প্রধানমন্ত্রীর আইএস বিরোধী অভিযানে ‘না’

কানাডার সাধারণ নির্বাচনে জয়লাভের পরই ৪৩ বছর বয়সী দেশটির হবু প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো ঘোষণা দিয়েছেন তিনি ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বিমান অভিযান থেকে সরে আসছেন। ওই দুই দেশ থেকে কানাডার জঙ্গি বিমান প্রত্যাহার করা হবে বলে নিশ্চিত করেছেন। এ জন্য তিনি মঙ্গলবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ফোন করে তার মতামত জানিয়ে দিয়েছেন। বলেছেন এটা তার নির্বাচনী অঙ্গীকার। মূলত কানাডার নির্বাচনে ট্র–ডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করেন। ওই লড়াইয়ে অংশ নেওয়া কানাডার সিএফ-১৮ জঙ্গি বিমানগুলোর ২০১৬ সালের মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার কথা ছিল। কিন্তু নির্বাচনী প্রচারণাকালে সেগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্র–ডো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তবে কবে নাগাদ সবগুলো বিমান প্রত্যাহার করা হবে তার সময়সীমা এখনো জানাননি তিনি। সোমবার অনুষ্ঠিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়ে কনজারভেটিভদের প্রায় এক দশকব্যাপী শাসনের অবসান ঘটায় লিবারেল পার্টি। বিবিসি।

সর্বশেষ খবর