বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হঠাৎ কেন মস্কো সফরে আসাদ

হঠাৎ কেন মস্কো সফরে আসাদ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার  প্রেসিডেন্ট  বাশার-আল  আসাদ অনেকটা হঠাৎ সফরে রাশিয়া গেছেন। দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সিরিয়ার বাইরে কোনো দেশে গেলেন। রাশিয়াতে এই ঝটিকা সফরে আসাদ রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মূলত দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও এক ঘরে অবস্থানে আসাদ। অনেকটা আতঙ্কেই দিন কাটছে তার। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন প্রেসিডেন্ট আসাদের এই আকর্ষিক সফর সংকেত দিচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট এখন আগের চেয়ে আরও বেশি আÍবিশ্বাসী। কারণ আসাদের পরামর্শকরা ধারণা করতেন দামেস্ক ছেড়ে যাওয়াটা তার জন্য নিরাপদ নয়। এএফপি, বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর