শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বর্ণবাদই সুইডেনে স্কুলে হামলার কারণ

সুইডেনে একটি স্কুলে মুখোশ পরিহিত এক ব্যক্তির তরবারি নিয়ে হামলা চালিয়ে শিক্ষক ও ছাত্র হত্যার ঘটনা ‘বর্ণবাদ’ই দায়ী বলে মনে করছে পুলিশ। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পুলিশ প্রধান নিকলাস হলগ্রেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হত্যাকারীর অ্যাপার্টমেন্টে পাওয়া উপাত্ত এবং হত্যাকাণ্ড ঘটানোর আগে-পরে তার আচরণে পুলিশের এমন ধারণা তৈরি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২১ বছর বয়সী এই হামলাকারী উগ্র ডানপন্থিদের প্রতি সহানুভূতিশীল বলে মনে হয়েছে। গোটেনবার্গের কাছে পশ্চিমাঞ্চলীয় ট্রলহাটন শহরের ক্রোনান স্কুলে তরবারি হাতে মুখোশ পরিহিত ওই ব্যক্তি বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেন। হামলার আগে তাকে মুখোশ পরিহিত অবস্থায় তরবারি হাতে ছাত্রদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। ছাত্ররা ভেবেছিল হামলাকারী হ্যালোইন উপলক্ষে এমন করে সেজেছেন। পুলিশ এখনো ওই হত্যাকারীর নাম প্রকাশ করেনি। বিবিসি।

সর্বশেষ খবর