শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আইএসের গণহত্যা থেকে রক্ষা পেল ৭০ জিম্মি

উত্তর ইরাকের হাউয়িজা শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) বন্দীশিবিরে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথবাহিনী ৭০ জন জিম্মিকে উদ্ধার করেছে, যাদের ‘গণহত্যার পরিকল্পনা’ করেছিল জঙ্গিরা। বৃহস্পতিবার ভোরে চালানো এ অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র আইএসবিরোধী অভিযান শুরুর পর এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হলেন। কুর্দি অধ্যুষিত এলাকা ২০১৪ সালের আগস্টে নিয়ন্ত্রণে নেয় আইএস। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, জিম্মিদের পরদিন সকালে হত্যা করা হবে এমন খবরে কুর্দি প্রাদেশিক সরকারের অনুরোধে তারা এ অভিযানে যায়। উদ্ধার বন্দীদের মধ্যে কয়েকজন সাবেক আইএস সদস্যও রয়েছে, যাদের শত্র“পক্ষের চর সন্দেহে আটকে রাখা হয়েছিল। বাকিরা স্থানীয় নাগরিক ও ইরাকি বাহিনীর সদস্য। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর