মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আরও ১ লাখ অভিবাসীর আশ্রয় কেন্দ্র খুলছে ইইউ

আরও ১ লাখ অভিবাসীর আশ্রয় কেন্দ্র খুলছে ইইউ

বাবার বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছোট্ট শিশুটি। এই বাবা জানে না তাদের ভবিষ্যৎ। শরণার্থী হিসেবে গতকাল তিনি সার্বিয়ার প্রেসেভ কেন্দ্রে নাম রেজিস্ট্রেশন করেন-এএফপি

মধ্য ইউরোপ ও বলকান দেশগুলোর নেতারা আরও ১ লাখ অভিবাসীর থাকার জন্য সাময়িক আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে একমত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে এখনো প্রতিদিন গড়ে কয়েক হাজার করে অভিবাসী গ্রিস হয়ে বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসছে। এদের অধিকাংশই বলকান দেশগুলোর ভিতর দিয়ে কয়েকশ মাইল পথ পাড়ি দিয়ে জার্মানিতে আশ্রয় নিতে চায়। এ প্রেক্ষাপটেই ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের এক জরুরি বৈঠক বসে। সেখানে আশ্রয় কেন্দ্র নির্মাণসহ বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে ঐকমত্য হয়। চুক্তি অনুযায়ী আরও ৩০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো অবকাঠামো গড়ে তুলবে গ্রিস। চলতি বছরই নির্মাণকাজ শেষ করবে দেশটি। একই সময়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আরও ২০ হাজার শরণার্থীর স্থান সংকুলানের জন্য অবকাঠামো তৈরি করবে। এর পাশাপাশি বলকান দেশগুলোর অভ্যর্থনা কেন্দ্রগুলোয় আরও ৫০ হাজার শরণার্থীর জন্য অবকাঠামো তৈরি করা হবে। জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোয় পৌঁছানোর জন্য শরণার্থীরা বলকান দেশগুলোর ভিতর দিয়ে যাওয়া রুটগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করে। নতুন সিদ্ধান্তের ব্যাপারে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ ইয়ুঙ্কার বলেন, বিভিন্ন দেশ যেভাবে অভিবাসীদের নিজেদের ভূখণ্ডের ভিতর দিয়ে অন্য দেশে চলে যেতে দিচ্ছে, তা বন্ধ করাই শৃঙ্খলা প্রতিষ্ঠার একমাত্র উপায়। বৈঠকের পর এক মন্তব্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, ‘এটি এ পর্যন্ত ইউরোপের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর অন্যতম।’ বিবিসি।

সর্বশেষ খবর