মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কাহিনী ‘বজরঙ্গি ভাইজান’

কাহিনী ‘বজরঙ্গি ভাইজান’

অনেকটা বলিউডের সুপারহিট ছবি বজরঙ্গি ভাইজানের মতো ঘটনা। এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে আটকা পড়ে ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভারতীয় নারী গীতা। তার বর্তমান বয়স প্রায় ২২ বছর। ২০০৩ সালে ১১ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে হারিয়ে যাওয়ার পর নিজের অজান্তেই সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে গীতা। পাকিস্তানি রেঞ্জার্স লাহোর থেকে তাকে আটক করে ইদি ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। এরপর কেটে যায় অনেক সময়। সম্প্রতি বলিউডে মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। ভারত-পাকিস্তান উভয় দেশেই বেশ সমাদর পায় এ চলচ্চিত্র। এর মূল চরিত্র মুন্নির হারিয়ে যাওয়ার সঙ্গে অনেকটা মিলে যায় গীতার ঘটনা। তার পর শুরু হয় তার আসল পরিচয়ের সন্ধান। গত আগস্টে ইসলামাবাদে ভারতীয় দূতাবাস বিহারে বসবাসরত গীতার পরিবারের ছবি ইদি ফাউন্ডেশনে পাঠায়। ওই ছবিগুলো দেখে গীতা তার পরিবারকে শনাক্ত করেন। গতকাল পাকিস্তানের একটি বিমানে চেপে ভারতের রাজধানী দিল্লিতে এসে নামেন গীতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর