বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চীনের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধজাহাজ

পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্র অঞ্চল দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ অংশ বহুদিন ধরেই নিজেদের বলে দাবি করে অনেকটা দখলে রেখেছে চীন। সেখানে কৃত্রিম দ্বীপও তৈরি করেছে তারা। এবার চীনের সেই একাধিপত্যে ভাগ বসাতে তৈরি যুক্তরাষ্ট্র। চীনের দ্বীপটি থেকে মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ। কিন্তু যুক্তরাষ্ট্র এ যুদ্ধজাহাজের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন নৌ সেনা অফিসার জানিয়েছেন, ‘অপারেশন শুরু হয়ে গেছে... কয়েক ঘণ্টার মধ্যে শেষও হয়ে যাবে।’

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের নৌবাহিনীবিষয়ক মুখপাত্র কমান্ডার বিল উরবান এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিরোধপূর্ণ জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানান, ‘এ খবর সত্য হলে আমরা যুক্তরাষ্ট্রকে ফের ভাবার এবং অন্ধভাবে পদক্ষেপ না নেওয়ার ও কোনো কারণ ছাড়াই সমস্যা সৃষ্টি না করার পরামর্শ দেব।’ চীন ওই বিরোধপূর্ণ জলসীমায় কৃত্রিম দ্বীপ নির্মাণের পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। পাশের কয়েকটি দেশও ওই জলসীমা নিজেদের বলে দাবি করে আসছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রে খবর, সমুদ্র দখলের লড়াইয়ে চীনের বিরুদ্ধে ধারাবাহিক হামলার পরিকল্পনা করেছে আমেরিকা। মার্কিন রণতরীগুলোর সঙ্গেই থাকছে নজরদারি বিমান। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর