বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পঞ্চ নয় শুধু একটাই ইন্দ্রিয় আছে মানুষের!

পঞ্চ নয় শুধু একটাই ইন্দ্রিয় আছে মানুষের!

এতদিন বলা হচ্ছিল প্রাণিজগতের সবচেয়ে অনুভূতিশীল প্রাণী মানুষের পাঁচটি ইন্দ্রিয়। কিন্তু গবেষকরা বলছেন পাঁচটি নয় মানুষের ইন্দ্রিয় আছে কেবল একটি। মার্কিন এক গবেষকের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় বলা হয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা, আলাদা আলাদা কোনো ইন্দ্রিয় নয় একই সিস্টেমের অঙ্গ। আমেরিকার ব্রান্ডেইস বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের অধ্যাপক ডন কাটজ ইঁদুরের ওপর গবেষণা চালান। ইঁদুরদের ঘ্রাণ এবং স্বাদ, এই দুই ইন্দ্রিয়ের সম্পর্ক নিয়ে গবেষণা চালান। তার দাবি, ইঁদুরের মস্তিষ্কের মতো মানব মস্তিষ্কেও ইন্দ্রিয়গুলো আলাদা নয় বরং একই সিস্টেমের অঙ্গ। বছর ছয়েক ধরে তিনি তার গবেষণা ইঁদুরের ওপর চালিয়েছেন। ২০১১ সালে একটি গবেষণাপত্রে তিনি দাবি করেন, খাদ্যের জন্য স্বাদ এবং ঘ্রাণ দুই ইন্দ্রিয়ের ওপর সমানভাবে নির্ভরশীল ইঁদুর। সম্প্রতি একটি জার্নালে কাটজ বলেছেন, ইঁদুরের স্বাদ ও ঘ্রাণের অনুভূতির জন্য মস্তিষ্কের যে অংশ আছে তাকে একটি অপ্টিক্যাল পরীক্ষার মাধ্যমে ইঁদুরের মস্তিষ্কের ওই কার্যক্ষমতা নষ্ট করে দেন। যার ফলে ইঁদুরগুলোর ঘ্রাণ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। ইঁদুরের মস্তিষ্কের ছোট ছোট স্নায়ুর কাজে বদল ঘটে। ইঁদুরগুলো চিরাচরিত গন্ধও চিনতে পারে না। অনলাইন।

 

সর্বশেষ খবর