শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

গরু রপ্তানি বন্ধ করে সমস্যায় ভারত

গরু রপ্তানি বন্ধ করে
সমস্যায় ভারত

ভারতের অনেক এলাকায় রপ্তানির জন্য গরুর খামার করেছেন ব্যবসায়ীরা। কিন্তু দেশটির সরকার বর্তমানে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জনজীবনে নেমে এসেছে নিদারুণ কষ্ট। হঠাৎ বেকার হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এ অবস্থা থেকে বাঁচতে অনেকে অন্যায় পথও বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা বনগাঁ ঘুরে হিন্দুস্তান টাইমসের সাংবাদিক বিভাস ভট্টাচার্য এ তথ্য দিয়েছেন। তার প্রতিবেদনে জানানো হয়েছে, গড়ে প্রতি বছর আনুমানিক ১৭ থেকে ১৮ লাখ গরু ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়ে থাকে। বেশির ভাগ পশুই পশ্চিমবঙ্গের বনগাঁ হয়ে বাংলাদেশের বেনাপোলে ঢুকে। যে প্রক্রিয়ায় গরু আনা-নেওয়া হয়, তা আইনের ভাষায় পাচার। কারণ ভারত সরকার তা থেকে সরাসরি কর-মূসক নেয় না। সবচেয়ে বড় কথা, এ জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তি বা প্রক্রিয়া আজ পর্যন্ত চালু হয়নি। তারপরও এটি বছরের পর বছর চলছে। কিন্তু সম্প্রতি এতে বাদ সেধেছে ভারতের ক্ষমতাসীন জনতা পার্টি (বিজেপি) ও এর নেতারা। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে গরু পাঠানোর এ ব্যবস্থা। এনডিটিভি।

সর্বশেষ খবর