শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

যৌন নিপীড়নে ভারতের পুরুষরা এগিয়ে

যৌন হয়রানির ক্ষেত্রে রুয়ান্ডা, মেক্সিকো, ক্রোয়েশিয়া, চিলির মতো দেশের চেয়েও ভারতের নারী-শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ, দেশটির এক-চতুর্থাংশ পুরুষই নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত। সম্প্রতি একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেন ও অন্য দুটি প্রতিষ্ঠানের করা জরিপে দেখা গেছে, ভারতের ২৪ দশমিক ৫ শতাংশ পুরুষই নারীদের যৌন হয়রানি করে থাকেন। তরুণদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। নারীদের ধর্ষণের ক্ষেত্রে আগ্রাসী মানসিকতা ও অ্যালকোহল (মদ) পান সবচেয়ে বেশি ভ‚মিকা রাখে বলেও জরিপে উঠে এসেছে।

শিশুকালে যৌন হয়রানির শিকার হওয়াদের ক্ষেত্রেও ভারতীয় নারী-পুরুষদের অবস্থা নাজুক। দেশটিতে মেয়েশিশুদের পাশাপাশি ছেলেশিশুরাও ব্যাপকহারে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। জরিপে দেখা গেছে, ৩৪ শতাংশ পুরুষই শিশুকালে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া শিশুকালে অবহেলার শিকার হয়েছেন ৩৬ দশমিক ৮ শতাংশ পুরুষ। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর