সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গো-মাংসের স্থান হলো না মমতার খাদ্য মেলায়

কলকাতা প্রতিনিধি

গো-মাংসের স্থান হলো না মমতার খাদ্য মেলায়

সম্প্রতি ভারত জুড়ে গো-মাংস খাওয়ার বিরোধিতা করে আরএসএসের মতো কট্টর হিন্দুত্ববাদী দলগুলো যেখানে সোচ্চার হয়েছে, সেখানে এই কলকাতা শহরেই তৃণমূলপন্থি বিদ্বজনরা গো-মাংস খেয়ে তার প্রতিবাদ করেছে। যেভাবে মানুষের খাদ্যের ওপর একটা অলিখিত ফতোয়া জারি করার প্রচেষ্টা হচ্ছে তার বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অথচ সেই কলকাতাই এবার পিছিয়ে এলো। বিতর্ক এড়াতেই আশ্চর্যজনকভাবে রাজ্য সরকারের খাদ্য উৎসবে জায়গা হলো না গো-মাংসের। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে ই.এম. বাইপাশের ধারে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ‘আহারে বাংলা-২০১৫’। বলা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগেই এই প্রথম কলকাতায় শুরু হলো অচেনা খাবারের মেলা। আজ শেষ হবে এই মেলা।

সর্বশেষ খবর