শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অসহিষ্ণুতার ঘটনায় মনমোহনের উদ্বেগ

কলকাতা প্রতিনিধি

অসহিষ্ণুতার ঘটনায় মনমোহনের উদ্বেগ

ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা ড. মনমোহন সিং। গতকাল নয়াদিল্লিতে “নো পিস উইদাউট ফ্রিডম, নো ফ্রিডম উইদাউট পিস : সিকিউরিং  নেহেরুস ভিশন অ্যান্ড ইন্ডিয়া’স ফিউচার” শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘মতের মিল না হওয়ায় মুক্তমনাদের ওপর যেভাবে নির্যাতন নেমে আসছে কিংবা হত্যা করা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুভ চিন্তামনস্ক মানুষেরা কড়া ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটা আমাদের দেশের ওপর বড় আঘাত’। তার মতে, মুক্তমনাদের যেভাবে দমন করার চেষ্টা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। ধর্মের ভিত্তিতে কখনো সাধারণ মানুষের নীতি নির্ধারণ করা যায় না এবং ধর্মকে কখনো অন্য কারোর ওপর চাপিয়েও দেওয়া যায় না। দেশের বৈচিত্র্যে কোনো ক্ষতি হলে তা আমাদের দেশকেও দুর্বল করে দেবে।

সর্বশেষ খবর