শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হচ্ছে

সিরিয়ায় লড়াইরত চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট প্রতিপক্ষের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত মাস্টার্ড গ্যাস ব্যবহার করছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা ওপিসিডব্লিউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স গতকাল  এ তথ্য জানিয়েছে। ওপিসিডব্লিউ ২৯ অক্টোবর রাসায়নিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনটি জমা দিয়েছে। এতে বলা হয়, ‘প্রবল আস্থার সঙ্গে জানানো হচ্ছে ২১ আগস্ট উত্তর আলেপ্পোর মারিয়া শহরে কমপক্ষে দুজন সালফার মাস্টার্ড হামলার শিকার হয়েছে।’ সালফার মাস্টার্ডের প্রতিক্রিয়াই এক শিশুর মৃত্যু হয়েছে। ‘মাস্টার্ড গ্যাস যে আইএসই ব্যবহার করছে এ ব্যাপারে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগস্টে মারিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে অপর একটি বিদ্রোহী গ্রুপের লড়াই চলছিল। ওই সময় এই গ্যাস ব্যবহার করা হয়। রয়টার্সকে আরেক কূটনীতিক জানিয়েছেন, ‘সালফার মাস্টার্ড কোথা থেকে আসল এটাই এখন বড় প্রশ্ন।

সর্বশেষ খবর