শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

মস্তিষ্কে জীবন্ত ফিতাকৃমি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লুইস অর্টিজ নামে এক ব্যক্তির মস্তিষ্ক থেকে অস্ত্রোপচারের মাধ্যমে জীবন্ত ফিতাকৃমি অপসারণ করেছেন চিকিৎসকরা। প্রচণ্ড মাথাব্যথা নিয়ে নাপা কাউন্টির একটি হাসপাতালে ভর্তি হন অর্টিজ। মস্তিষ্কে স্ক্যান করে চিকিৎসকরা ফিতাকৃমির অস্তিত্ব টের পান। ওই কৃমি তার মস্তিষ্কের একটি সিস্টে বড় হচ্ছিল। এটি তার মস্তিষ্কে পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে কৃমিটি বের করার পরও এটি জীবিতই ছিল। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে জানা গেছে, যে সব ব্যক্তির অস্ত্রে ফিতাকৃমি আছে, তারা কোনোভাবে কৃমির ডিম খেয়ে ফেললে শরীরেই ডিম ফুটে লার্ভার জন্ম নেয়। ওই লার্ভা মস্তিষ্কে যাওয়ার পথ করে নেয়।

সর্বশেষ খবর