বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কোহিনুর চেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এবার মামলা

কোহিনুর চেয়ে ব্রিটিশদের  বিরুদ্ধে এবার মামলা

পৃথিবীর সবচেয়ে দামি ও আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হিরা কোহিনুর। এটি মূলত ভারত থেকে ব্রিটিশরা চুরি করে নিয়ে যায়। সে হিরা এখন ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পায়। এই হিরা ভারত ফেরত চাচ্ছে বহুদিন ধরেই। তবে সে কথায় বিশেষ কর্ণপাত করেনি ব্রিটিশ রাজ পরিবার। এবার তাই এক ব্যবসায়ী ও এক বলিউড অভিনেত্রীর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে হিরে চুরির অভিযোগ করে ইংল্যান্ড হাইকোর্টে মামলা ঠুকতে চলেছেন একদল ভারতীয়। বৃহস্পতিবার ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দিনই তার রানী এলিজাবেথের সঙ্গে লাঞ্চ করার কথা। এরপরেই তিনি দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে। সেই সময়ই এই আইনি লড়াই প্রধানমন্ত্রীর বিলেত সফরে অন্যমাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশরা যেভাবে কোহিনুর চুরি করেছিল : বিশ্বের সবচেয়ে দামি কোহিনুর হীরা এখন ব্রিটিশ রাজপরিবারের অলঙ্কার ভাণ্ডারের অংশ। এই হীরার দাম প্রায় ১০ কোটি পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। কোহিনুর সম্রাট শাহজাহানের মুকুট-মণি ছিল। ভারতীয়দের মধ্যে সর্বশেষ এটি ছিল শিখ রাজা রনজিৎ সিংহের কাছে। দ্বিতীয় শিখযুদ্ধের পর লর্ড ডালহৌসি পাঞ্জাব অধিকার করলে লাহোর রাজকোষ থেকে কোহিনুর উদ্ধার করে তিনি বিশেষ সতর্কতায় রানী ভিক্টোরিয়ার কাছে পাঠিয়ে  দেন।    টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর