শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নেপালে ফের ভূমিকম্প

নেপালে আবারও স্বল্পমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল এই ভূকম্পনটি অনুভূত হয়। মধ্যাঞ্চলীয় নাগরকোট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে উত্তর ও উত্তর-পূর্বে এবং রাজধানী কাঠমান্ডুর ৪১ কি.মি. উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূকম্পনটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএস)। প্রসঙ্গত, নেপালে চলতি বছরের এপ্রিল ও মে মাসে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পে মারা যান ৮ হাজারেরও বেশি মানুষ। ২৫ এপ্রিল প্রথম দফার ভূমিকম্পে মারা যায় প্রায় ৮ হাজার ২০০ মানুষ। এর কয়েকদিন পরই ১২ মে অপর একটি ভূমিকম্পে নিহত হয় আরও শতাধিক মানুষ। এসব ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর