শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অ্যাপেকবিরোধী বিক্ষোভ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অ্যাপেকবিরোধী বিক্ষোভ হয়েছে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সামিট উপলক্ষে বিশ্বনেতারা সেখানে অবস্থান করছেন। ছাত্র, শ্রমিক ও আদিবাসী সংগঠনগুলোর হাজারও প্রতিবাদী সম্মেলনের প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা সকালে ম্যানিলা বে এলাকায় সমবেত হন। সেখানেই অ্যাপেক সম্মেলন হয়েছে। বিশ্বায়নবিরোধী আন্দোলনকারীরা গরিব দেশগুলোর ওপর বাণিজ্য অবরোধ আরোপ করায় অ্যাপেক ইতি টানার দাবি জানান। রিনাটো রেইয়েস নামে এক নেতা বলেন, অ্যাপেক ও সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা থেকে কেবল ধনী দেশগুলো সুবিধা পায়। এর মধ্য দিয়ে ফিলিপাইনের মতো দেশগুলোতে দারিদ্র্য বাড়ছে। সম্মেলনের নিরাপত্তার জন্য ১০ হাজারেরও বেশি সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে অ্যাপেক সম্মেলনে বিশ্বনেতারা সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির      আহ্বান জানান। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর