শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতের সংসদে গড়াল অসহিষ্ণুতার ইস্যু

কলকাতা প্রতিনিধি

ভারতজুড়ে অসহিষ্ণুতা ইস্যুতে যে বিতর্ক চলছে এবার সেই বিতর্কের আঁচ গিয়ে লাগল দেশটির সংসদেও। গতকাল থেকেই দিল্লিতে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আর শুরুর দিনই উত্তাল হয়ে উঠে সংসদ। অধিবেশন শুরুর আগেই সংসদে সংবিধান দিবস পালন করা হয়। সেখানেই সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর পরই সহিষ্ণুতা নিয়ে সরকার পক্ষের দিকে ক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসসহ বিরোধীরা। এরপর অসহিষ্ণুতা নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন ‘আজকের রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শব্দটি সবচেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে... এবার এটা বন্ধ হওয়া উচিত। এই শব্দটি এত বেশি অপব্যবহারের ফলে সমাজে মুহূর্তের মধ্যেই অনেক উত্তেজনা তৈরি হচ্ছে।

রাজনাথ আরও বলেন, ‘ভারতের সংবিধানে প্রথমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দ দুটি ছিল না। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা যে দৃশ্য দেখছি এটা আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী।

সর্বশেষ খবর