শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অচল করতে চান না তৃণমূলিরা

নয়াদিল্লি প্রতিনিধি

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। রাজ্যের বিভিন্ন সমস্যা এবং এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি এখন অধিকতর গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই জেরে গতকাল থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গের সংকট ও দাবি-দাওয়াকেই তাদের আসন্ন কর্মসূচির কেন্দ্রবিন্দু করে তুলতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সংসদ শুরুর আগে সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন। বৈঠকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দেন যে সংসদ অচল রাখতে চান না তারা। বরং সংসদের দুই কক্ষেই যাতে অধিবেশন ঠিকমতো চলে সে ব্যাপারে বিরোধীপক্ষ হিসেবে পূর্ণ সহযোগিতাই করবে তৃণমূল। কিন্তু পাশাপাশি এ কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অবহেলার বিষয়টি তারা আসন্ন অধিবেশনে চড়া স্বরে তুলে ধরতে চলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর