শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই কোরিয়ার বরফ গলার পালা!

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বিরল আলোচনা হয়েছে। গত আগস্টে সীমান্তে সামরিক উত্তেজনার পর দুই দেশের কর্মকর্তারা গতকাল এ বৈঠকে বসেছেন উভয় দেশের বেসামরিক জোনের সীমান্ত গ্রাম পানমুনজমে। ওই সময় একটি বৈঠকের মধ্য দিয়ে সামরিক সংঘাত থেকে সরে এসেছিল দুই কোরিয়া। আর এখন নতুন করে বৈঠক শুরু করল। আগস্ট মাসে সীমান্তে ভূমিমাইন বিস্ফোরণে দুই দক্ষিণ  কোরীয় সেনা আহতের ঘটনার জন্য উত্তর কোরিয়া দুঃখ প্রকাশ করে সিউলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে। এরপরই পানমুনজমে এ বৈঠকে বসল দুই পক্ষ। বিবিসি সংবাদদাতারা বলছেন, বৈঠকটি থেকে বড় কোনো ফল হয়তো আসবে না। তবে দুই দেশের মধ্যকার অবিশ্বাস থেকে বেরিয়ে বৈঠকে মিলিত হওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে বৈঠক চালিয়ে যাওয়া যায় এবং আরও উচ্চপর্যায়ে বৈঠক আয়োজন করা যায় তা নিয়ে চলবে আলোচনা। দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিনিধি কিম কি উং বলেন, আমরা চুক্তি অনুযায়ী কাজ করার  চেষ্টা চালাব। বিবিসি।

সর্বশেষ খবর